AllBanglaNews24

প্রকাশিত: ১৭:৪৮, ১৮ ফেব্রুয়ারি ২০২০

মেসি লরিয়াস পুরস্কার জিতলেন

মেসি লরিয়াস পুরস্কার জিতলেন

ছবি : সংগৃহীত

বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসি লরিয়াস পুরস্কার জিতেছেন প্রথম ফুটবলার হিসেবে। 

সোমবার বার্লিনে  এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এবার বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হলো যুগ্মভাবে। 
আগে পাঁচবার পুরস্কারের জন্য মনোনীত হলেও জিততে পারেননি মেসি লরিয়াস পুরস্কার। গত ডিসেম্বরে রেকর্ড ষষ্ঠবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতেন তিনি। গত মৌসুমে স্পেনের শীর্ষ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফির সঙ্গে ইউরোপিয়ান লিগগুলোর সর্বোচ্চ গোলদাতার পুরস্কার তার হাতে।
দর্শকদের ভোটে গত দুই দশকের ‘বেস্ট স্পোর্টিং মোমেন্ট’-এর পুরস্কার পেয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার।
তৃতীয়বারের মতো বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন সিমোনে বাইলস। এর আগে ২০১৭ ও ২০১৯ সালে পুরস্কারটি জিতেছিলেন তিনি। বর্ষসেরা দল নির্বাচিত হয়েছে দক্ষিণ আফ্রিকার রাগবি দল। গত বছর জাপানে তৃতীয় বারের মতো বিশ্বকাপ জেতা দলটি পেছনে ফেলেছে লিভারপুল ও বিশ্বকাপজয়ী যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দলকে।
 

অল বাংলানিউজ ২৪

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

পাঠকপ্রিয়

    Add