AllBanglaNews24

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৬, ৮ এপ্রিল ২০২২
আপডেট: ২৩:২২, ৮ এপ্রিল ২০২২

জুমার নামাজের পর ঘুমন্ত স্বামীকে কুপালেন রোহিঙ্গা স্ত্রী

জুমার নামাজের পর ঘুমন্ত স্বামীকে কুপালেন রোহিঙ্গা স্ত্রী

ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীর বিরুদ্ধে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার উপজেলার উনচিপ্রাং ক্যাম্পে এ ঘটনা ঘটে। পরে স্ত্রী সাজিদা বেগমকে আটক করেছে পুলিশ।

নিহতের নাম মো. সৈয়দুর রহমান (৩২)। তিনি টেকনাফের ক্যাম্প-২২ এর হামিদুর রহমানের ছেলে।

১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, বেশ কিছুদিন ধরে সাজিদা বেগমের সঙ্গে সৈয়দুর রহমানের কলহ চলে আসছিল। শুক্রবার জুমার নামাজের পর বাড়িতে ঘুমাচ্ছিলেন স্বামী সৈয়দ। বেলা পৌনে ৩টার স্ত্রী সাজিদা স্বামী সৈয়দুর রহমানকে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। আশপাশের রোহিঙ্গারা তাৎক্ষণিক সৈয়দকে ক্যাম্প অভ্যন্তরের হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার পর ঘটনার মূল রহস্য উদঘাটনে কাজ করবে পুলিশ।

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

Add