AllBanglaNews24

প্রকাশিত: ১৬:১৬, ১৪ এপ্রিল ২০২০

গাঁজা বহনের কৌশল দেখে পুলিশের চোখ কপালে

গাঁজা বহনের কৌশল দেখে পুলিশের চোখ কপালে

ছবি: সংগৃহীত

একজন কৃত্রিম পায়ের হাঁটুর নিচে খোলসের মধ্যে, আরেকজন পেটে ফিটিং অবস্থায় গাঁজা বহন করছিলেন। দুই যুবকের মাদক পাচারের এমন অভিনব পদ্ধতি দেখে পুলিশের চোখ উঠল কপালে।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে। সোমবার বিকেল ৪টার দিকে ওই যুবককে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন, জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকার মো. দেওয়ান মিয়া ছেলে আক্তার হোসেন ও বাঞ্চারামপুর উপজেলার রূপসদী দক্ষিণপাড়া এলাকার আব্দুল হকের ছেলে মামুন মিয়া।

বাঞ্চারামপুর থানার এসআই নারায়ণ চন্দ্র দাশ জানান, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বাঞ্চারামপুর উপজেলার আইয়ুবপুর ইউপির কড়ইকান্দি ফেরিঘাট এলাকা থেকে গাঁজা বহনের সময় তাদের আটক করা হয়। তাদের মধ্যে আক্তার হোসেন কৃত্রিম বাম পার হাটুর নিচে খোলসের মধ্যে ও মামুন মিয়া তার পেটে বডি ফিটিং অবস্হায় গাঁজা বহন করছিলেন। পরে তাদের দু’জনের শরীর তল্লাশি করে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

অল বাংলানিউজ ২৪

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

পাঠকপ্রিয়

    Add