নওগাঁর আত্রাইয়ে মৎস্য আড়তে মাছের ব্যাপক দরপতন লক্ষ্য করা গেছে। বড় বড় রুই কাতলা মাছ মিলছে প্রতি কেজি ৪০-৫০ টাকায়।
বুধবার ভোর থেকে উপজেলার বিখ্যাত মাছের আড়ত আত্রাই টোলমুক্ত মৎস্য আড়তে দেখা যায় প্রচুর মাছের আমদানি। শত শত গাড়িতে করে মাছ আসছে উপজেলার বিভিন্ন এলাকা থেকে।
আড়ত ঘুরে দেখা গেছে, প্রতি কেজি মাছ পাওয়া যাচ্ছে ৪০-৫০ টাকায়। প্রতিটি মাছের ওজন ১ কেজি থেকে ৩ কেজি, আবার কিছু মাছ ছিল ১১ কেজি ওজনের চেয়েও বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বড় মাছ ওজন ছাড়া প্রতি পিস ৫০ টাকায় বিক্রি হয়েছে। দরপতনের খবর প্রচার হওয়ার এলাকার মানুষ হুমড়ি খেয়ে আসতে থাকে। ফলে নদীপাড়ের বেলি ব্রিজে সৃষ্টি হয় যানজট।
এ ব্যাপারে মৎস্য চাষিরা বলেন, গত কয়েকদিন থেকে রোদ ছিল। হঠাৎ গতকাল সারাদিন বৃষ্টি হওয়ার কারণে পুকুরে অক্সিজেন ঘাটতি হয়ে মাছ ভেসে ওঠে। যে কারণে এত মাছের আমদানি ও দরপতন। এভাবে দরপতন হওয়ার কারণে অনেক চাষি মাছ বিক্রি করে গাড়ি ভাড়ার টাকা দিতে পারেনি। কেউ কেউ মাছ ফেলে চলে গেছেন।
উপজেলা সাহেবগঞ্জ এলাকার আজাহার আলী মাষ্টার জানান, মোবাইলে খবর পেয়ে মাছ কিনতে এসেছি। দাম কম পেয়ে খুব খুশি।
অল বাংলানিউজ ২৪
