AllBanglaNews24

প্রকাশিত: ১২:৪৮, ১৫ সেপ্টেম্বর ২০২০

মানিকগঞ্জে আরো ২১ জনের করোনা শনাক্ত

মানিকগঞ্জে আরো ২১ জনের করোনা শনাক্ত

ফাইল ফটো

মানিকগঞ্জে ৭টি উপজেলায় নতুন করে ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট  করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩৬৯ জন। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে সিভিল সার্জন অফিসের মেডিক‌্যাল অফিসার ডাক্তার রফিকুন্নাহার  বন্যা এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সেপ্টেম্বর মাসের ১০, ১১ ও ১২ তারিখে দেওয়া ১৫৯ জনের নমুনার ফল পাওয়া গেছে। এদের মধ্যে ৭টি উপজেলায় নতুন করে ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মানিকগঞ্জ সদর উপজেলায় ১১ জন, সাটুরিয়া ও ঘিওর উপজেলায় ৩ জন করে, দৌলতপুর, হরিরামপুর, সাটুরিয়া ও সিংগাইর উপজেলায় ১ জন করে করোনা আক্রান্ত রোগী রয়েছেন। 

জেলায় করোনা আক্রান্ত ১ হাজার ৩৬৯ জন রোগীর মধ্যে ১ হাজার ১৯০ জন রোগী সুস্থ হয়েছেন বলেও জানান তিনি। 

সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ৪৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সম্প্রতি মোট আক্রান্ত ১৫৯ জন রোগীর মধ্যে ২০ জন বিভিন্ন হাসপাতালে ও ১৩৯ জন নিজ বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। 

জেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ১৫ জন এবং করোনায় আক্রান্ত হয়ে ২০ জন মারা গেছেন। 

অল বাংলানিউজ ২৪

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

পাঠকপ্রিয়

    Add