AllBanglaNews24

প্রকাশিত: ১২:২৫, ১৮ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১২:৩৩, ১৮ সেপ্টেম্বর ২০২০

মানিকগঞ্জে নতুন ২৪ জনের করোনা শনাক্ত

মানিকগঞ্জে নতুন ২৪ জনের করোনা শনাক্ত

ফাইল ফটো

মানিকগঞ্জের সাত উপজেলায় নতুন করে আরও ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে, জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার তিনশো ৯৯ জন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সিভিল সার্জন অফিসের মেডিক‌্যাল অফিসার ডা. রফিকুন্নাহার বন্যা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেপ্টেম্বরের ১৪ ও ১৫ তারিখে করোনা শনাক্তের জন্য পাঠানো নমুনার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে নতুন করে ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে মানিকগঞ্জ সদর উপজেলায় ৮ জন, সাটুরিয়া উপজেলায় ৭ জন, শিবালয় উপজেলায় ৪ জন, হরিরামপুর উপজেলায় ২ জন, দৌলতপুর, ঘিওর ও সিংগাইর উপজেলায় একজন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এছাড়া, জেলায় ১ হাজার তিনশো ৯৯ জন আক্রান্ত রোগীর মধ্যে ১ হাজার দুইশো ৩১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় ৭ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।  এছাড়া, জেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ১৫ জন এবং করোনায় আক্রান্ত হয়ে ২১ জন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। 

অল বাংলানিউজ ২৪

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

Add