হাসিমুখে অস্ত্র হাতে নিয়ে পোজ দিয়ে ভাইরাল হওয়া বগুড়া-৭ আসনের স্বতন্ত্র এমপি রেজাউল করিম বাবলুর ফেসবুকে এবার নগ্ন ছবি পাওয়া গেছে। শুক্রবার তার ফেসবুক টাইমলাইনে মেলে অশ্লীল ছবির সন্ধান।
এর আগে, শুক্রবার হাতে অস্ত্র নিয়ে হাসি মুখে পোজ দেয়া এমপি বাবলুর একটি ছবি ভাইরাল হয়। এরপর থেকেই সমালোচনার তুঙ্গে রয়েছেন তিনি।
ফেসবুক টাইমলাইনে নগ্ন ছবির বিষয়ে শনিবারই রাজধানীর তেজগাঁও থানায় জিডি করেছেন এমপি বাবলু।
অস্ত্রের পর নগ্ন ছবি কীভাবে তার ফেসবুকে গেল? জানতে চাইলে এমপি রেজাউল করিম বাবলু বলেন, হয়তো কেউ আমার ফেসবুকের পাসওয়ার্ড জেনে গেছে। এরপর ওই ব্যক্তি প্রথমে অস্ত্রের ছবি ও পরে নগ্ন একটি ছবি দিয়েছে। আমি ওই নগ্ন ছবি ডিলিট করে দিয়েছি। তবে আমার ফেসবুক আইডি হ্যাকড হয়নি।
তেজগাঁও থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া জানান, এমপি বাবলু একটি জিডি করেছেন। কে বা কারা এ ঘটনায় জড়িত, তা খুঁজে বের করা হবে।
অল বাংলানিউজ ২৪
