AllBanglaNews24

প্রকাশিত: ১৭:৪৩, ৩১ অক্টোবর ২০২০

চারদিনের মধ্যে ভ্যাকসিন আনার চুক্তি সম্পাদন হবে: স্বাস্থ্যমন্ত্রী

চারদিনের মধ্যে ভ্যাকসিন আনার চুক্তি সম্পাদন হবে: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

চারদিনের মধ্যে করোনার ভ্যাকসিন আনার জন্য উৎপাদন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় অবস্থিত শুভ্র সেন্টারে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। করোনায় ক্ষতিগ্রস্ত, দরিদ্র ও কর্মহীন এক হাজার জনগণের মধ্যে এ ত্রাণ দেয়া হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউরোপে করোনা বৃদ্ধি পেয়েছে, এ দেশেও শীতের সময় বৃদ্ধি পেতে পারে। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে করোনায় ফের মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা সোয়া দুই লাখ ছাড়িয়েছে। তবে বাংলাদেশে এখনো মৃত্যুর হার তুলনামূলক কম রয়েছে।

দেশের স্বাস্থ্যসেবা ভালো উল্লেখ করে তিনি আরো বলেন, দেশের মানুষ স্বাস্থ্যবিধি মেনেছে বলেই ভালো আছে। চার কোটি দরিদ্র মানুষকে করোনার সময় সরকার সহযোগিতা করেছে। অর্থনৈতিক অবস্থা সচল রাখতে সব কারখানা খুলে দেয়া হয়েছে।

অল বাংলানিউজ ২৪

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

পাঠকপ্রিয়

    Add