AllBanglaNews24

প্রকাশিত: ১৬:২২, ১৬ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ০১:০৬, ১৮ ফেব্রুয়ারি ২০২০

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পুঁজিবাজারে গতি ফিরতে দেখা গেছে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পুঁজিবাজারে গতি ফিরতে দেখা গেছে।

ছবি : সংগৃহীত

দীর্ঘদিন পরে পুঁজিবাজারে গতি ফিরতে দেখা গেছে। পুঁজিবাজারকে গতিশীল করতে সম্প্রতি প্রতিটি ব্যাংককে ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোর নিজস্ব তহবিল না থাকলেও পাঁচ শতাংশ সুদে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার করারও সুযোগ রয়েছে। আর বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের পর থেকে বাজারে ইতিবাচক গতি দেখা যাচ্ছে। সূচক ও বেশিরভাগ শেয়ারদর বৃদ্ধি। বাজার এভাবে ধীরে ধীরে গতিশীল হলে সাধারণ বিনিয়োগকারীরাও সক্রিয় হবেন। কারণ লোকসানে থাকা পোর্টফোলিও সমন্বয় করতে পারলে হয়তো ফের বাজারে আস্থা রাখতে পারবেন তারা। গতকাল ডিএসইর মোট লেনদেনের সিংহভাগ প্রকৌশল, বস্ত্র, ওষুধ ও রসায়ন এবং জ্বালানি ও বিদ্যুৎএই চার খাতে সীমাবদ্ধ ছিল। 
 

অল বাংলানিউজ ২৪

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

পাঠকপ্রিয়

    Add