AllBanglaNews24

প্রকাশিত: ১৫:৫৫, ২৯ ডিসেম্বর ২০২০

ফেব্রুয়ারিতে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান জানালেন শিক্ষামন্ত্রী

ফেব্রুয়ারিতে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

মঙ্গলবার দুপুরে পাঠ্যপুস্তক উৎসব-২০২১ সংক্রান্ত এক অনলাইন ব্রিফিংয়ে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, যদি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে তাহলে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ক্লাস হতে পারে। এ সময়ে পিছিয়ে পড়া সিলেবাস শেষ করা হতে পারে।

তিনি বলেন, সিলেবাস ছোট করে আগামী এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হতে পারে। সিলেবাস ছোট করার কাজও চলছে। ১৫ জানুয়ারির মধ্যে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এ সময় ডা. দীপু মনি আরো বলেন, আগামী বছর শিক্ষার্থীদের রোলের বদলে আইডি নম্বর দেয়া হবে।

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

Add