AllBanglaNews24

প্রকাশিত: ১৮:৫২, ৬ মার্চ ২০২১

শাকিবের ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং শুরু

শাকিবের ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং শুরু

ছবি: সংগৃহীত

করোনাসৃষ্ট মহামারির কারণে দীর্ঘ সময় ঘরবন্দি থাকার পর পুনরায় ক্যামেরার সামনে দাঁড়ালেন শাকিব খান।

সকালে (৬ মার্চ) পাবনার রত্নদ্বীপ রিসোর্টে শুরু হয়েছে ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং। এই সিনেমায় নায়কের ভূমিকায় দেখা যাবে দেশের এই সুপারস্টারকে।

এর আগে গত শুক্রবার রাতে সিনেমাটির জমকালো মহরত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রযোজক ও কাহিনিকার সোহানী হোসেন, পরিচালক ওয়াজেদ আলী সুমন, সিনেমাটির অভিনেতা শাহেদ শরীফ খান, চিত্রনাট্যকার ফেরারী ফরহাদসহ অনেকে।

সিনেমা প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘অন্তরাত্মা’র গল্প শুনে আমি মুগ্ধ হয়েছি। বলতে পারেন নিজেকে এই সিনেমায় পর্দায় দেখার জন্য এক্সাইটেড ফিল করছি। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য দেশে বসবাসরত বাঙালিরাও এই সিনেমা দেখে মুগ্ধ হবেন!’

উল্লেখ্য আগামী ৮ মার্চ নায়িকা দর্শনা শুটিংয়ে অংশ নেবেন। তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘অন্তরাত্মা’ পরিচালনা করছেন সোহানী হোসেন। 

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

Add