AllBanglaNews24

প্রকাশিত: ১৪:৪৯, ২১ মার্চ ২০২১

‘অমানুষ’ সিনেমায় মিথিলা, বিপরীতে নিরব

‘অমানুষ’ সিনেমায় মিথিলা, বিপরীতে নিরব

ছবি: সংগৃহীত

হালের আলোচিত নির্মাতা অনন্য মামুন। সব কিছু পেছনে ফেলে একের পর এক সিনেমা নির্মাণ করে যাচ্ছেন। এবার অনন্য মামুন পরিচালনা করবেন ‘অমানুষ’ শিরোনামের একটি সিনেমা। এতে জুটিবদ্ধ হবেন রাফিয়াথ রশিদ মিথিলা ও চিত্রনায়ক নিরব।

রোববার (২১ মার্চ) সকালে সময় নিউজকে বিষয়টি জানিয়েছেন অনন্য মামুন নিজেই। তিনি বলেন, থ্রিলার গল্পে নির্মিত হবে সিনেমাটি। চার মাস আগে এটির পরিকল্পনা করেছিলাম। ২৫ মার্চ থেকে শুটিং শুরুর ইচ্ছা রয়েছে।

গত শনিবার (২০ মার্চ) এতে অভিনয়ের জন্য রাজধানীর একটি রেস্তোরাঁয় চুক্তিবদ্ধ হয়েছেন নিরব-মিথিলা। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। নিরব-মিথিলার সঙ্গে অভিনয়ে থাকবেন কাজী নওশাবা, রাশেদ মামুন অপু। ‘অমানুষ’ সিনেমার গল্প অনন্য মামুনের, সংলাপ লিখেছেন জুয়েল কবির ও পাপ্পু রাজ।

এদিকে রোববার (২১ মার্চ) রাত ৮টায় ওটিটি প্ল্যাটফর্ম আইথিয়েটারে মুক্তি পাচ্ছে অনন্য মামুন পরিচালিত ‘মেকআপ’ সিনেমাটি। আর মুক্তির অপেক্ষায় আছে ‘কসাই’ সিনেমাটি। এ সিনেমায় অভিনয় করেছিলেন নিরব।

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

Add