AllBanglaNews24

প্রকাশিত: ১৯:৫১, ১৩ জুন ২০২১

মা ও প্রেমিকার চরিত্রে মিথিলা

মা ও প্রেমিকার চরিত্রে মিথিলা

ছবি: সংগৃহীত

অল্পবয়সী মা। তার ছেলেটি ছোটবেলায় মানসিক আঘাতের মধ্যে কাটিয়েছে। কারণ তার মাকে পারিবারিক হিংসার শিকার হতে দেখে এবং তার মা মারা যায়। ছেলেটি বড় হওয়ার পর যে মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়, তার চেহারার মধ্যেও মায়ের চেহারা কল্পনা করে। আর এ নিয়েই এগিয়েছে ‘অন্তর্জলী যাত্রা’ নামে একক নাটকের গল্প।

ঈদুল আজহা উপলক্ষে রাকেশ বসু নির্মাণ করছেন নাটকটি। এটি রচনাও করেছেন এই নির্মাতা। এতে মা ও প্রেমিকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলাকে।

এই অভিনেত্রী বলেন, ‘এই গল্পে আমি মা ও প্রেমিকার দুই চরিত্রেই অভিনয় করেছি। এটা আমার কাছে চ্যালেঞ্জিং ছিল। আমি নারীদের নিয়ে কাজ করি, আমারও সন্তান আছে। তাই গল্পটার সঙ্গে আমি একাত্ম হতে পেরেছি। গল্পে ছেলেটা মানসিক সমস্যার মধ্য দিয়ে বেড়ে উঠে আর সেটাই গল্পের গুরুত্বপূর্ণ একটা বিষয়।’

এ নাটকে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। নির্মাতা রাকেশ বসু বলেন, ‘এবার একটি ভিন্ন ধাচের গল্প নিয়ে কাজটি করেছি, যেখানে বাস্তব ও কল্পনার সমন্বয় ঘটেছে একটু আলাদাভাবে। মিথিলা ও ইরফান দুজনেই চেষ্টা করেছেন নিজেদের সেরাটা তুলে ধরার। আশা করছি, নাটকটি দর্শকের মাঝে সাড়া ফেলবে।’

জানা যায়, বেসরকারি টিভি চ্যানেলে প্রচারের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও মুক্তি পাবে ‘অন্তর্জলী যাত্রা’ নাটকটি। 

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

পাঠকপ্রিয়

    Add