AllBanglaNews24

প্রকাশিত: ২২:২৩, ১৩ জুন ২০২১
আপডেট: ১২:৪৮, ১৪ জুন ২০২১

পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা, প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাইলেন

পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা, প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাইলেন

ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত‌্যাচেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (১৩ জুন) রাতে পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই অভিযোগ করেন।

বাঁচতে চেয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি খোলা চিঠি লিখেছেন পরীমনি। তাতে এই অভিনেত্রী লিখেন, ‘বরাবর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি পরীমনি। এই দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।’

তবে কে তাকে ধর্ষণ ও হত‌্যাচেষ্টা করেছে তার নাম উল্লেখ করেননি পরীমনি। তবে আইনি পদক্ষেপে নিতে গেলে কেউ তাকে সহযোগিতা করেননি বলেও জানান তিনি। বিষয়টি উল্লেখ করে পরীমনি লিখেন, ‘এই বিচার কই চাইব আমি? কোথায় চাইব? কে করবে সঠিক বিচার? আমি খুঁজে পাইনি গত চার দিন ধরে। থানা থেকে শুরু করে আমি কাউকে পাই না মা। যাদেরকে পেয়েছি সবাই শুধু ঘটনার বিস্তারিত জেনে, দেখছি বলে চুপ হয়ে যায়!’

ফেসবুক স্ট‌্যাটাস

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ বলে সম্বোধন করে পরীমনি লিখেন, ‘আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারি না। আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কী বলবে এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো (যাদের অনেক নাম এক্ষুণি মনে পড়ে গেল) তাদের মতো আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো। আফসোস ছাড়া কারোর কি করবার থাকবে তখন! আমি তাদের মতো চুপ কি করে থাকতে পারি মা? আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোনো অন্যায় মেনে নিতে!’

বাঁচার আকুতি জানিয়ে পরীমনি লিখেন, ‘আমার মা যখন মারা যান, তখন আমার বয়স আড়াই বছর। এতদিনে কখনো আমার এক মুহূর্ত মাকে খুব দরকার এখন, মনে হয়নি এটা। আজ মনে হচ্ছে, ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার, একটু শক্ত করে জড়িয়ে ধরার জন্য দরকার। আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা। মা আমি বাচঁতে চাই। আমাকে বাঁচিয়ে নাও মা।’

এ বিষয়ে কথা বলতে পরীমনির মুঠোফোনে যোগাযোগ করলে ফোন ধরেই কেঁদে ফেলেন তিনি।  কাঁদতে কাঁদতে পরীমনি বলেন, ‘আমি কার কাছে বিচার চাইব, আমার কেউ নেই। আপনারা বাসায় আসেন বিস্তারিত কথা বলব।’

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

Add