দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সিনেমা ও প্রযোজনা নিয়ে চলছে তার নিয়মিত ব্যস্ততা। এরমধ্যেই একটি বিজ্ঞাপনের মডেল হলেন তিনি। সম্প্রতি শুটিং শেষ করেছেন এই তারকা।
রাজধানীর নাইন অ্যান্ড অ্যা হাফ স্টুডিওতে শেষ হয়েছে জয়ার নতুন বিজ্ঞাপনের শুটিং। যেটি নির্মাণ করেছেন নির্মাতা আদনান আল রাজীব। তবে প্রোডাক্টের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
আদনান আল রাজীব এই প্রসঙ্গে বলেন, ‘জয়া আহসানের সঙ্গে প্রথমবার কাজ করলাম। কিন্তু বোঝাপড়ার জায়গাটা বেশ ভালো ছিল। তিনি একজন গুণী অভিনেত্রী। কাজ করতে দিয়ে সেটি আরও ভালোভাবে বুঝেছি। দারুণ এক অভিজ্ঞতা হয়েছে।’
গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে নান্দনিক এক সেট বানানো হয়েছে। আর্ট ডিরেকশনে ছিলেন শহিদুল এবং ক্যামেরায় কামরুল হাসান খশরু। শুটিং শেষে মুম্বাইয়ের গ্রেড এন্ড মিউজিকে এটির পোস্ট প্রোডাকশন হবে।
উল্লেখ্য, ‘দেবী’র পর আবারও সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছেন জয়া আহসান। এর শিরোনাম ‘রইদ’। কিছুদিন আগেই সেই ঘোষণা এসেছে। তবে এ নিয়ে বিস্তারিত এখনও জানা যায়নি।
