ওজন কমিয়ে নিজেকে আরও আবেদনময়ী করে তুলেছেন ঢাকাই ছবির কুইন খ্যাত অপু বিশ্বাস। এজন্য ঘাম ঝড়াতে হচ্ছে তাকে। তিনি নিজেকে কতটা ফিট করেছেন সেটাই জানান দিলেন সোশ্যাল মিডিয়ায়।
আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক ফ্যানপেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন অপু বিশ্বাস। ছবিতে অপুর ওজন বেশ কম দেখিয়েছে। এছাড়া ঝড়েছে মেদ। সেইসঙ্গে বেড়েছে সৌন্দর্যের জৌলুস। তার শরীরি আবেদনে রীতিমতো ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়।
জানা গেছে, খাদ্য তালিকা পরিবর্তন, একই সঙ্গে নিয়মিতই জিমে গিয়ে শরীর চর্চা করছেন অপু বিশ্বাস।
এদিকে নায়িকার এমন ছবি দেখে ভীষণ খুশি তার ভক্তরা। তারা প্রশংসায় পঞ্চমুখ।
তবে নিন্দুকেরা আবার অপুর পোশাক নিয়ে সমালোচনা করেছেন।
অপু বিশ্বাস এই মুহূর্তে বেশ কিছু সিনেমায় কাজ করছেন। তার ব্যস্ততা এখন চলচ্চিত্রকে ঘিরেই। সদ্যই শেষ করেছেন ‘বৃক্ষছায়া’ ছবির কাজ। শুরু করেছেন ডি এ তায়েবের বিপরীতে একটি সিনেমার শুটিং। মুক্তির অপেক্ষায় আছে বাংলাদেশে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’, কলকাতায় নচিকেতা চক্রবর্তীর গল্পে ‘শর্টকাট’ নামের সিনেমা দুটি।
সর্বশেষ ঢালিউড কুইন’খ্যাত এই নায়িকার ‘প্রিয় কমলা’ নামের একটি সিনেমা মুক্তি পেয়েছে। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত সেই সিনেমায় অপুর নায়ক ছিলেন লাভার বয় বাপ্পী চৌধুরী।
