AllBanglaNews24

প্রকাশিত: ১৬:১১, ৯ অক্টোবর ২০২১

ব্যাচেলর ট্রিপে কোথায় যাচ্ছেন তারা

ব্যাচেলর ট্রিপে কোথায় যাচ্ছেন তারা

সংগৃহীত

সময়ের জনপ্রিয় নির্মাতাদের একজন কাজল আরেফিন অমি। গত ১৩ এপ্রিল শেষ হয় তার নির্মিত তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৩’। এরপর থেকে তার কাছে ভক্তদের দাবি ছিল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৪’ নিয়ে আসার। তবে সে বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট কোনো ঘোষণা দেননি এই নির্মাতা।

কদিন আগে ঢাকা পোস্টের পক্ষ থেকে এই সিরিজের নতুন সিজনের অগ্রগতি জানতে চাইলে নির্মাতা অমি বলেন, “কয়েক দিন ধরেই আমি বাসায় বসে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৪’ নিয়ে ভাবছি, লিখছি, আবার কাটাছেড়া করছি। সিজন থ্রির জন্য মানুষের এত ভালোবাসা, এত রেসপন্স পেয়েছি যে এটা নিয়ে আমাকে অনেক ভাবতে হচ্ছে। কারণ আগের সিজনগুলোর কারণে আমার কাছে মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে। সেই প্রত্যাশা মেটানোর জন্য আমাকে বেটার কিছু করতে হবে। এবং সেটাই হওয়া উচিত।”

‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৪’-এর আনুষ্ঠানিক ঘোষণার আগেই শনিবার পুরো টিমকে নিয়ে সিলেট উড়াল দিয়েছেন নির্মাতা অমি। ফেসবুকে সেই ছবি প্রকাশও করেছেন নির্মাতা। ছবিতে নির্মাতা অমি ছাড়াও রয়েছেন অভিনেতা মারজুক রাসেল, মিশু সাব্বির, চাষী আলম, জিয়াউল হক পলাশ, শিমুল শর্মা, পাবেল ও অন্যরা।

ছবির ক্যাপশনে অমি লিখেন, ব্যাচেলর ট্রিপ। অমি ছবিটি শেয়ার করা মাত্রই শুরু হয় কমেন্টের বন্যা। সেখানে কেউ রোকেয়াকে দেখাতে বলছেন, কেউ জানতে চাইছেন কোথায় যাচ্ছেন তারা, কেউ আবার দাবি জানিয়েছেন 'ব্যাচেলর পয়েন্ট সিজন ৪' শুরুর।

তবে অমি জানিয়েছেন, কোনো শুটিংয়ের জন্য না। জাস্ট চিল করতেই ব্যাচেলর পয়েন্ট টিমের এ ট্যুর। তিনি বলেন, 'গতকালই একটা কাজের শুটিং শেষ করলাম। আজ সবাই মিলে ব্যাচেলর ট্রিপ দিচ্ছি। সিলেট যাচ্ছি। সেখানে দুইদিন থাকব, সবাই মিলে ঘুরব। তারপর পরবর্তী কাজের পরিকল্পনা  করব। '

নির্মাতা অমি আরও বলেছেন, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফোরেও সিজন থ্রির চরিত্রগুলো থাকবে।  চরিত্রের তেমন পরিবর্তন হবে না। তবে গল্পের কারণে তাদের উপস্থিতি একটু বাড়তে বা কমতে পারে।’

তিনি জানান, এবারের সিজন নিয়ে তার বেশ কিছু পরিকল্পনা আছে। তার মধ্যে একটি হলো আনুষ্ঠানিকভাবে এটির ঘোষণা দেওয়া। তার আগে সব কিছু শেষ করে নিজেকে আরও কনফিডেন্ট করতে চান এই নির্মাতা। আর তখনি দিতে চান দর্শকের চাহিদায় তুঙ্গে থাকা এই নাটক নির্মাণের ঘোষণা!

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

পাঠকপ্রিয়

    Add