AllBanglaNews24

প্রকাশিত: ১৫:৫৪, ১০ অক্টোবর ২০২১
আপডেট: ১৬:১৪, ১০ অক্টোবর ২০২১

আদালত প্রাঙ্গণে অসুস্থ হয়ে পড়ে পরীমনি

আদালত প্রাঙ্গণে অসুস্থ হয়ে পড়ে পরীমনি

সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গণে অসুস্থ হয়ে পড়েন। শুনানি শেষে তাকে অসুস্থ অবস্থায় তার ব্যবহৃত গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।

শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই নায়িকার স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত। এর আগে দুপুর ১টা ৪০ মিনিটে আদালতে আসেন পরীমনি।

এ সময় ছয়তলা সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে হাঁপিয়ে ওঠেন তিনি। শুনানির শেষ পর্যায়ে আদালত কক্ষে এজলাসের ভেতরেও শুয়ে থাকতে দেখা যায় তাকে। পরবর্তীতে কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় ভিড় সরিয়ে তাকে গাড়িতে নিয়ে যাওয়া হয়।

জামিনের মেয়াদ শেষ হওয়ার পর রোববার (১০ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে পরীমনির আইনজীবী তার স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার পাঁচ হাজার টাকা মুচলেকায় স্থায়ী জামিন মঞ্জুর করেন। মাদকের মামলায় প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত তিনি জামিনে ছিলেন।

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

Add