ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) বিয়ে। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে মিম ও তার বাগদত্তা সনি পোদ্দার মালা বদল করবেন। সনাতন রীতিতে হবে তাদের বিয়ে।
বাগদানের মতো বিয়েতেও খানিকটা লুকোছাপা আয়োজন মিমের। বিয়ের বিষয়টি স্বীকার করছেন না গণমাধ্যমে। শোবিজেও নেই কোনো আলোচনা। বিয়েতে পারিবারিক ঘনিষ্ঠজন ও মিমের একান্ত কাছের কয়েকজন শোবিজের মানুষ উপস্থিত থাকবেন।
গত বছরের ১০ নভেম্বর জন্মদিনে বাগদান করেছিলেন মিম। তাদের দীর্ঘ ৬ বছরের প্রেমের সম্পর্ক ছিল। তবে তারা কেউই কখনো এ বিষয়ে মুখ খোলেননি। বিষয়টি রেখেছিলেন একেবারের লোকচক্ষুর আড়ালে। সনি পোদ্দারের গ্রামের বাড়ি কুমিল্লায় এবং পেশায় তিনি একজন ব্যাংকার।
এর আগে অভিনেত্রী মিম হবুব স্বামীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘ছয় বছর আগে আমার সব হাসির শুরু তোমার সঙ্গে। আজ খুবই বিশেষ দিন। আজ যা শুরু হলো তা চিরদিনের জন্য। নতুন এক অধ্যায়ের শুরু। অবশেষে আমরা আবদ্ধ।’
