ফুরফুরে মেজাজে রয়েছেন বিদ্যা সিনহা মিম। স্বামীকে নিয়ে মালদ্বীপে মধুচন্দ্রিমা দারুণ কাটছে তার। বুধবার (১৬ ফেব্রুয়ারি) মালদ্বীপে তাদের হানিমুনের কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছেন এই অভিনেত্রী।
ছবিতে দেখা যায়, সুইমিং পুলের নীল জলরাশিতে হাস্যোজ্জ্বল মিম। এসময় তার স্বামী সনি পোদ্দারের কিছু হাস্যোজ্জ্বল ছবিও দেখা যায় এই অভিনেত্রীর পোস্টে। সঙ্গে রয়েছে খাবারের কিছু ছবি। সবমিলিয়ে বেশ ভালোই কাটছে তাদের হানিমুন।
বিয়ের পরপরই সনি ও দুই পরিবারের সদস্য করোনায় আক্রান্ত হয়। এরপর হানিমুন বাতিল করেন মিম। তবে পরিবারের সদস্যরা করোনামুক্ত হওয়ায় নায়িকার সেই বাধা দূর হয়।
এরপর মালদ্বীপে মধুচন্দ্রিমায় যান মিম। এর আগে সোমবার ভালোবাসা দিবস পরিবারের লোকদের নিয়ে উদযাপন করেছেন এই অভিনেত্রী।
মালদ্বীপে হানিমুন মালদ্বীপ যাওয়া প্রসঙ্গে মিম বলেছিলেন, পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, কিন্তু মালদ্বীপে কখনো যাওয়া হয়নি। ছবিতে দেখেছি, বইয়ে পড়েছি দেশটি অনেক সুন্দর। দেশটির প্রতি আমার একটা আগ্রহ আছে।
প্রসঙ্গত, মালদ্বীপের রাজধানী মালে থেকে একটু দূরে সিপ্লেনে করে নীলজলে ঘেরা একটি সবুজ দ্বীপ রিসোর্টে উঠেছেন মিমরা। সেখানেই কিছুদিন থাকবেন তারা।
