AllBanglaNews24

প্রকাশিত: ১৯:০২, ১৫ অক্টোবর ২০২২

প্রদর্শিত হল সৌভিক দে- র ছবি বিজয়া দশমী

প্রদর্শিত হল সৌভিক দে- র ছবি বিজয়া দশমী

সংগৃহীত

১৪ই অক্টোবর, ২০২২  ডায়মন্ড প্লাজার পি ভি আর  মলে, অনুষ্ঠিত হল পরিচালক সৌভিক দে- র ছবি ' বিজয়া দশমী'  উপস্থিত ছিলেন ছবির তারকা আরিয়ান ভৌমিক, রজতাভ দত্ত, অনিন্দ্য ব্যানার্জি ও গুলশানারা খাতুন  সহ সিনেমা জগৎ এর বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। 

এই ছবিতে আরিয়ান কে দেখা যাবে ইন্দ্র নামক চরিত্রে এবং তার মা এর ভূমিকা পালন করছেন গুলশানারা খাতুন । পুলিশ কর্মীর চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত এবং তার সহযোগী পুলিশ কর্মীর চরিত্রে রয়েছেন অনিন্দ্য ব্যানার্জি। 

এই ছবির  সঙ্গীত পরিচালক প্রতীক কুন্ডু। তার কণ্ঠস্বরে শোনা যাবে দুটি গান - যার মধ্যে একটি উনি যুগল বন্দী গেয়েছেন পল্লবী চ্যাটার্জির সাথে। গায়ক রূপঙ্কর বাগচী র কণ্ঠে ও একটি গান শোনা যায় এই ছবিতে। 

এই ছবির সঙ্গীত ছবি কে এক অন্য মাত্রা এ পৌঁছে দেয়।  অনুষ্ঠান সূচনা হয় সংবাদ মাধ্যম গুলির প্রতিনিধিদের সাথে প্রেস কনফারেন্স এর মাধ্যম এ। এর এই ছবি উদযাপন করার জন্য কেক কাটা হয়। এর পর দর্শকদের জন্য প্রদর্শিত হল ছবি, '  বিজয়া দশমী ' ।

পূজোর সময় বাংলা সিনেমা জগৎ থ্রিলার বিহীন কাটানোর পর মুক্তি পেল এই রোমাঞ্চকর থ্রিলার যা মানুষ এর মন কে ছুঁয়ে গেল।

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

Add