যাঁকে একনজরে দেখেই সলমন খান নিজের বিপরীতে নায়িকা করে ২০০৫-এ ছবি বানিয়েছিলেন 'লাকি' । ইনিও স্নেহার মতোই ঐশ্বর্য রাই বচ্চনের কার্বন কপি। ইনি মারাঠি অভিনেত্রী মানসী নায়েক মারাঠি অভিনেত্রী মানসী, নায়েক যেন হুবহু ঐশ্বর্য রাই বচ্চন। বৃহস্পতিবার সকালেই মানসী অ্যাশ অভিনীত 'যোধা আকবর' ছবির সাজে ছবি পোস্ট করেছেন। যা দেখে নেট নাগরিকেরা স্বীকার করতে বাধ্য হয়েছেন, মানসী অল্পবয়সী বচ্চনবধূর কার্বন কপি। টিকটিকে মানসীর ফলোয়ার্স প্রায় ৪ মিলিয়ন। অনেকেই তাঁকে বলেন অ্যাশের রেপ্লিকা। ইনস্টায় তাঁকে ফলো করেন প্রায় ১০ লাখ ফলোয়ার্স। সবাই তাঁকে অ্যাশের "কার্বন কপি" বলে ডাকেন।
অল বাংলানিউজ ২৪
