আরবসাগরের তীরের টিনসেল টাউনেও হানা দিল করোনা সংক্রমণ। কণ্ঠশিল্পী কনীকা কাপুর এর সংক্রমণ ধরা পড়ল আমেরিকা থেকে দেশে ফেরার ১৪ দিন পরে। শিল্পী নিজেই জানিয়েছেন, দেশে ফেরার পর বিমানবন্দরে তাঁর সমস্ত পরীক্ষা হয়েছে। তখনও কিছু ধরা পড়েনি। তারপরেও দিন দশেক তিনি নাকি সুস্থ ছিলেন। দিন চারেক আগে তাঁর ফ্লু দেখা দেয়। তখনই চিকিৎসকের কাছে গেলে ধরা পরে করোনায় আক্রান্ত তিনি। রোগ যাতে না ছড়ায় তার জন্য ইতিমধ্যেই তিনি এবং তাঁর পরিবার কোয়ারান্টাইনে রয়েছেন। দেশে ফেরার পর যাঁদের সঙ্গে তাঁর দেখা বা কথা হয়েছ তাঁদেরও খোঁজ চলছে। এই অবস্থায় কনীকার আর্জি সাধারণের কাছে, লক্ষ্মণ ধরা পড়েলেই দেরি না করে সবার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
আপাতত হাল্কা জ্বর ছাড়া আর কোনও সমস্যা নেই কনীকার। তাই শিল্পীর দাবি, অযথা এই রোগ নিয়ে ভয় না পেয়ে, আতঙ্ক না ছড়িয়ে সরকারের বাতলে দেওয়া পথে সবার চলা উচিত। একই সঙ্গে আসোলেশনে রাখা উচিত সবাইকে।
অল বাংলানিউজ ২৪
