AllBanglaNews24

লকডাউনে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ‘লক্ষ্মী বোম’

প্রকাশিত: ১৬:৫৫, ৯ মে ২০২০
আপডেট: ২৩:৫৯, ১৫ মে ২০২০
লকডাউনে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ‘লক্ষ্মী বোম’

ছবি : সংগৃহীত

করোনায় আক্রান্ত সারা দুনিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কড়া নির্দেশে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে। অনেক দেশে চলছে লকডাউন। সে তালিকায় আছে ভারতও।

দেশটিতে বন্ধ আছে সবরকম।শুটিং। সব সিনেমা হলও বন্ধ রয়েছে। এর ফলে পিছিয়ে গেছে অনেক সিনেমা। তবে এই লকডাউনের মধ্যেই মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের নতুন সিনেমা 'লক্ষী বোম'।

করোনাভাইরাসের কারণে লকডাউন থাকায় বেশ কয়েকজন নির্মাতা সিদ্ধান্ত নিয়েছেন তারা তাদের নির্মিত ছবিগুলো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেবে। সে তালিকাতেই নাম শোনা যাচ্ছে ‘লক্ষ্মী বোম’ এর।

ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী জুনে মুক্তি পেতে পারে হরর কমেডি আমেজেফ এ ছবি।

এ প্রসঙ্গে অক্ষয় কুমারের একটি ঘনিষ্ঠসূত্র জানিয়েছে, সম্প্রতি ভিডিও কলের মাধ্যমে এক মিটিংয়ে অক্ষয় কুমার, ছবির পরিচালক বিজয় সিং ও প্রযোজক তুষার কাপুর ডিজনি প্লাস হটস্টারের সঙ্গে এক বৈঠক করেছেন। সেখানে ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি সরাসরি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এখন শুধু মুক্তির অপেক্ষা।

অল বাংলানিউজ ২৪

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

পাঠকপ্রিয়