সম্প্রতি অনলাইন পত্রিকায় একটি সংবাদ প্রকাশে ক্ষিপ্ত শবনম ফারিয়া। যা পাঠকদের জন্য তুলে ধরা হলো।
শুধু মাত্র দুইটা লাইক/শেয়ারের জন্য যারা মানুষত্ব বিক্রি করতে দুইবার ভাবে না, তাদের কাছ থেকে আমরা কিভাবে সঠিক তথ্য আশা করতে পারি ?
এসব কি ধরনের সাংবাদিকতা ???
কারা এধরনের সংবাদ লিখে ???
তাদের কি একেবারেরও জন্যেও মনে হয় না , আমাদেরও পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশি আছে???
নাকি তারা এসবের বাইরে ???
একটা মেয়ের জীবনে প্রেগনেন্সি খুব গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়, বিশেষত যখন সে বিবাহীত বিষয়টা আরো সেনসেটিভ!!!
প্লিজ আমাকে নিয়ে সংবাদ লিখবেন না , আমাকে আমার মতো থাকতে দিন!
আমার কোন পাবলিসিটি/পরিচিতির আর দরকার নাই!!!
অল বাংলানিউজ ২৪
