মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে এখন শয্যাশয়ী স্পর্শিয়া। ফোনেও কথা বলতে পারছেন না বলে জানান পরিচালক অনন্য মামুন। ফেসবুকে স্ট্যাটাসে এসব তথ্য জানান এই নির্মাতা।
গেল সপ্তাহে জ্বর বোধ করলে করোনা পরীক্ষা করেন তিনি। এরপর রিপোর্ট হাতে পেলে জানতে পারেন অভিনেত্রী কোভিড-১৯ পজেটিভ।
স্পর্শিয়া বলেন, গত সপ্তাহে একটু জ্বর বোধ করছিলাম। শরীর দুর্বল লাগছিলো। পরে করোনা পরীক্ষার পর জানতে পারি আমার পজেটিভ। তবে একটু দুর্বল লাগছিলো আমার কারণ, আমার তো অ্যাজমার সমস্যা আছে যার কারণে একটু কাশিও আছে।
তিনি আরো বলেন, এখন ভালো আছি। শারীরিকভাবে কিছুদিন আগে দুর্বল ছিলাম তবে এখন কিছুটা ভালো। আশা করি শিগগিরই সুস্থ হয়ে যাবো। সবার কাছে দোয়া চাই।
সর্বশেষ ‘কাঠবিড়ালী’ সিনেমা দেখা গিয়েছিল অর্চিতা স্পর্শিয়াকে। এরপর কিছুদিন আগেই শেষ করলেন নতুন সিনেমা ‘নবাব (এলএলবি)’। এতে স্পর্শিয়ার বিপরীতে রয়েছেন শাকিব খান।
অল বাংলানিউজ ২৪
