AllBanglaNews24

প্রকাশিত: ১৬:৪১, ১৮ অক্টোবর ২০২০

এবার বাপ্পির নায়িকা সেই ছোট্ট দীঘি

এবার বাপ্পির নায়িকা সেই ছোট্ট দীঘি

ছবি: সংগৃহীত

এবার গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর নতুন ছবিতে জুটি হতে যাচ্ছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও দীঘি। শনিবার ‘তুমি আছো তুমি নেই’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। 

নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু জানান, এসকে ফিল্মস ইন্টারন্যাশনালের ব্যানারে নতুন এই ছবিটির শুটিং শুরু হবে নভেম্বরের মাঝামাঝি থেকে। আর মুক্তি পাবে আগামী বছর। 

বর্তমানে বাপ্পি চৌধুরী ব্যস্ত রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পরিচালক আশরাফ শিশিরের নতুন ছবি ‘৫৭০’ ছবির শুটিং নিয়ে। 

নতুন ছবিতে চুক্তিবদ্ধ ও বিপরীতে দীঘি প্রসঙ্গে বাপ্পি বলেন, ছবিটির গল্পের প্রয়োজনেই আমাকে আর দীঘিকে চুক্তিবদ্ধ করেছেন। আশা করি আমাদের নতুন এই জার্নি দারুণ কিছু হবে।

প্রার্থনা ফারদিন দীঘি মুঠোফোনের বিজ্ঞাপন দিয়ে শিশুশিল্পী হিসেবে শোবিজ অঙ্গনে পদার্পন করেন। এরপর অভিনয় করেছেন ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’সহ অসংখ্য হিট ছবিতে। 

ছোট্ট সেই দীঘি নায়িকা হয়ে শেষ করেছেন ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবির কাজ। এবার তিনি বাপ্পী চৌধুরীর নায়িকা হিসেবে পর্দায় আসতে চলেছেন।

অল বাংলানিউজ ২৪

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

Add