দর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। যিনি অভিনয় দক্ষতার মাধ্যমে জয় করেছেন দর্শকদের হৃদয়। সম্প্রতি জানা গেছে, ভুয়া ফ্যান পেজ নিয়ে ভীষণ বিব্রত এই অভিনেত্রী। ফেসবুকে সাবিলা নূরের দুটি ফ্যান পেজ। একটির অনুসারী সংখ্যা ১৭ লাখের ওপরে, আরেকটিতে ১৫ লাখের বেশি।
যারা তাকে অনুসরণ করছেন, তারা সমস্যায় পড়ছেন এই ভেবে কোনটি আসল সাবিলা!
দ্বিধাগ্রস্ত অনুসারীদের সাবিলা জানিয়েছেন- যে পেজটির অনুসারীর সংখ্যা ১৭ লাখের বেশি, সেটিই তার আসল ফ্যান পেজ। অন্যটি ভুয়া।
সাবিলা জানালেন, ভয়ে থাকেন তিনি। তার নামে সেখান থেকে কি না কি পোস্ট করা হয়!
তিনি বলেন, ‘লাখ লাখ ফলোয়ার দেখে, না বুঝে ও না জেনে অনেক অনুরাগী প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন।’ সাবিলা জানালেন, তার নামে ফেসবুকে অনেক নকল পেজ আছে।
সাবিলা বলেন, ‘ওই পেজে আমার ছবি আপ করা হচ্ছে, স্ট্যাটাস পোস্ট করা হচ্ছে। ছবিগুলো আমার হলেও স্ট্যাটাস তো আর আমার নয়। অনুসারীরা আমার স্ট্যাটাস ভেবে মত দিচ্ছেন, মন্তব্য করছেন।'
সম্প্রতি ওই পেজের একটি স্ট্যাটাসের উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘কয়েক দিন আগে ওই পেজ থেকে একটি স্ট্যাটাস দেয়া হয়েছে।
অল বাংলানিউজ ২৪
