গানে বেশ মন দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ২০১৮ সালে নিজের গাওয়া প্রথম গান ‘পটাকা’ প্রকাশ করে আগুন ধরিয়ে দিয়েছিলেন নেটদুনিয়ায়। এরপর চলতি বছর ‘আমি চাই থাকতে’ শিরোনামে আরও একটি গান প্রকাশ করেন তিনি। সেটিও বেশ প্রশংসা পেয়েছে।
এবার নুসরাত ফারিয়া জানালেন, আসছে ডিসেম্বরেই মুক্তি পাবে তার আরও একটি নতুন গান। এর নাম ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে’।
এ গানটি মূলত চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের এবারের আসরের জন্য তৈরি হয়েছে। ফারিয়ার প্রত্যাশা, এই গানটি দর্শক-শ্রোতাদের মন ভরাবে।
তিনি বলেন, ‘আমার আগের দুটি গান থেকে এটি একেবারেই আলাদা মেজাজের গান এটি। চেষ্টা করে যাচ্ছি গান দিয়ে ভক্তদের বিনোদিত করার’।
গানটির সুর-সংগীতায়োজনের পাশাপাশি নুসরাতের সঙ্গে গানটিতে কণ্ঠও দিয়েছেন কণ্ঠশিল্পী ইমরান।
অল বাংলানিউজ ২৪
