২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হন নাদিয়া মিম। তবে ছোটপর্দায় কাজের মধ্য দিয়ে বিনোদন জগতে পরিচিতি পেয়েছেন মীম। তিনি বর্তমানে ‘হাওয়াই মিঠাই’ নামের একটি ধারাবাহিকে কাজ করছেন। প্রে'মের বিষয় নিয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, তারকাদের প্রে'মকে অনেকেই অন্যভাবে নেয়। আমাদের কি প্রে'ম-ভালোবাসা থাকতে নেই? সারাদিন তো প্রে'ম-ভালোবাসার গল্পের ভেতর থাকি। মনের ভেতরে প্রে'ম থাকতেই পারে।
প্রে'মিকের পরিচয় কী' আর প্রে'ম কবে বিয়েতে গড়াবে? এমন প্রশ্নে মীম বলেন, এখনই বিস্তারিত বলা যাবে না। শুধু বলি, তিনি একজন গিটারিস্ট। বাদবাকি সব জানাব বিয়ের পর।
তিনি বলেন, তাদের স'ম্পর্ক নিয়ে ইতোমধ্যে কিছু ভুল তথ্য ছড়িয়েছে। এসব নিয়ে বিস্তারিত কিছু বলতে চান না তিনি।
মীম আরও জানান, করো'নার শুরুতে তাদের প্রে'মের সূচনা। এখনই বিয়ে নিয়ে ভাবনা নেই। এই মুহূর্তে কাজ নিয়েই ব্যস্ততা বেশি।
স'ম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, আমাদের রিলেশনকে অন্যভাবে দেখার কিছু নেই। দুজন দুজনকে পছন্দ করি। যদি জানতে চান প্রে'ম কি না, বলব, হ্যাঁ প্রে'ম। কয় মাস হলো, সেটা বড় কথা নয়। কবে বিয়ে করব, সেসব পরিকল্পনা করেই জানাব।
অল বাংলানিউজ ২৪
