AllBanglaNews24

প্রকাশিত: ১৩:৩৩, ১ ফেব্রুয়ারি ২০২১

ক্রাইম-থ্রিলারধর্মী গল্পে তাহসান-স্পর্শিয়ার ‘ছক’

ক্রাইম-থ্রিলারধর্মী গল্পে তাহসান-স্পর্শিয়ার ‘ছক’

ছবি: সংগৃহীত

এবার ওয়েব ফিল্মে জুটি বেঁধে অভিনয় করলেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান ও অর্চিতা স্পর্শিয়া। ‘ছক’ নামের এই ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন নির্মাতা গোলাম সোহরাব দোদুল। 

ওয়েব ফিল্মটির একটি পোস্টার প্রকাশিত হয়েছে রবিবার (৩১ জানুয়ারি)। প্রকাশিত পোস্টারে দেখা যায় তাহসান বন্ধুক হাতে বসে আছেন। তার সামনে একজন নারী দাঁড়িয়ে রয়েছেন শাড়ি পরে। ওই নারীর পিছনের কোমরে একটি বন্ধুক গুঁজে রাখা।

‘ছক’ ওয়েব ফিল্মটির পোস্টার

পরিচালক দোদুল জানান, ‘ছক’ একটি ক্রাইম-থ্রিলারধর্মী ছবি। মাফিয়া জগতের গল্পে তাহসান ও স্পর্শিয়া ছাড়াও থিয়েটার অঙ্গনের অনেক শিল্পী অভিনয় করেছেন। তাহসানের চরিত্রের নাম বাবু এবং স্পর্শিয়ার কলি।

এতে তাহসানকে প্রথম একটি ক্লাবের ওয়েটারের চরিত্রে দেখা যাবে। তবে ক্রমেই তার আরেকটি চরিত্র প্রকাশিত হবে দর্শকদের সামনে। আগামী মাসে সিনেমাটিক অ্যাপে মুক্তি পাবে ‘ছক’।

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

Add