AllBanglaNews24

প্রকাশিত: ১৭:৫৪, ১৭ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৭:৫৬, ১৭ ফেব্রুয়ারি ২০২১

সিনেমা দিয়ে কামব্যাক করলেন সালমান মুক্তাদির!

 

২০১২ সালে এইচএসসি পাস করে অস্ট্রেলিয়া গিয়েছিলেন সালমান মুক্তাদির। উদ্দেশ্য অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করা। কিন্তু হলো না। দেশে ফিরেই ভিডিও বানানোর চিন্তা মাথায় ঢোকে। সালমান বলেন, 'প্রথমেই আমার গিটার বাজানোর একটা ভিডিও আপ করি। পরিচিত সবাই বেশ প্রশংসা করে। শেয়ারও করে।' নকিয়া কম্পানির খুবই অল্পমানের একটি ফোন দিয়ে ভিডিও বানিয়েছিলেন। এর পরই সালমান মুক্তাদিরকে ইউটিউবার হিসেবে সবাই চেনে। ধীরে ধীরে থিতু হন ছোট পর্দার অভিনয়েও। পাশাপাশি মডেলিং। বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। করেছেন মিউজিক ভিডিও। মডেল হয়েছেন নামি-দামি প্রতিষ্ঠানের। বর্তমানে সেই সালমান ফিরছেন ইউটিউবে।

সম্প্রতি ইউটিউবে নতুন একটি ভিডিও প্রকাশ করেছেন সালমান মুক্তাদির। যার টাইটেল ছিল "If my Youtube Come back was a Movie trailer".

ভিডিওটি এরইমধ্যে সকলের প্রশংসা কুড়াচ্ছে, সবাই ভিডিওটির নিচে ইতিবাচক কমেন্ট করছে। 

সালমান বলেন ইউটিউব থেকে দীর্ঘদিন দূরে ছিলাম। এখন সময়টা ইউটিউবেই দিচ্ছি। কেননা আমি সামনের সময়টা ইউটিউবেই দিতে চাই বলেই টেলিভিশনে অভিনয় করছি না। ইউটিউবে কাজ করছি, ভক্ত আমাকে ইউটিউবে পাবেন। এই মুহূর্তে আমি ইউটিউব কনটন্ট নিয়ে কাজ করছি, নতুন আইডিয়া তৈরির চেষ্টা করছি।'

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

Add