AllBanglaNews24

প্রকাশিত: ১৪:০২, ৫ ফেব্রুয়ারি ২০২০

বান্দরবানের বগা লেকের পানির রঙ হঠাৎ বদলে যায়।

বান্দরবানের বগা লেকের পানির রঙ হঠাৎ বদলে যায়।

বান্দরবানের বগা লেকের পানির রঙ হঠাৎ বদলে যাওয়া ঘটনাটি প্রচার পাওয়ার পর বগা লেক দেখতে পর্যটকের আনোগোনা বেড়ে গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিস্তর আলোচনা এবং স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে নানা ধরণের মিথ ছড়িয়ে পড়েছে। যদিও বান্দরবানের সাংবাদিক মনু ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলছেন, প্রতিবছরই এ সময় অর্থাৎ শীতকালে জানুয়ারি মাসের দিকে লেকের পানি আপনা-আপনি ঘোলা হতে থাকে।
"৩-৪ বছর পর পর পানি ঘোলা হতে হতে প্রায় হলুদ হয়ে যায়। এবারও তেমনটিই ঘটেছে।" পানির এই ঘোলাটে ভাব মাসখানেক স্থায়ী হবার পর তা আবার ধীরে ধীরে পরে স্বচ্ছ নীল রঙ ধারণ করে বলেও জানান তিনি। স্থানীয়রা বিশ্বাস করেন, যে বছর পানি বেশি ঘোলা হয় সে বছর জুম চাষে ফলন বেশি হয়।
 

অল বাংলানিউজ ২৪

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

পাঠকপ্রিয়

    Add