AllBanglaNews24

প্রকাশিত: ১৩:২৩, ২৭ আগস্ট ২০২২

যৌন ক্ষমতা বাড়াতে মধুর ব্যবহার

যৌন ক্ষমতা বাড়াতে মধুর ব্যবহার

সংগৃহীত

মধুর গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে আমরা সবাই কম-বেশি জানি। যৌন সমস্যায় কার্যকরী ভূমিকা রাখে মধু। যৌন শক্তি বাড়াতে প্রতি সপ্তাহে অন্তত ৩/৪ দিন ১ গ্লাস গরম পানিতে ১ চামচ খাঁটি মধু মিশিয়ে পান করুন।

ব্রিটেনের ওয়েলস বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, নারী-পুরুষ উভয়েরই যৌন উদ্দীপনা বৃদ্ধি করতে চাকভাঙা মধু বিশেষ ভাবে কার্যকর। ব্রিটিশ গবেষকদের দাবি, পুরুষের টেস্টোস্টেরন হরমনের ক্ষরণ বৃদ্ধিতে মধু খুবই কার্যকরী। তাঁরা জানান, মধুর অন্যতম উপাদান ‘বোরন’ মহিলাদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

একাধিক গবেষণায় প্রমান মিলেছে, মধুর একাধিক ঔষধিগুণ টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে রক্ত সঞ্চালনের গতি বাড়িয়ে তোলে। সেই সঙ্গে আমাদের স্নায়ুর উদ্দীপনা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মধু। ব্রিটিশ গবেষকদের দাবি, মাত্র ২ চামচ মধু আমাদের যৌন জীবনে জোয়ার আনতে সক্ষম। তাঁদের মতে, সুস্থ-স্বাভাবিক, দীর্ঘ যৌন জীবন পেতে পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত নানা ওষুধ সেবনের চেয়ে প্রতিদিন মাত্র ২ চামচ মধুই যথেষ্ট।

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

Add