AllBanglaNews24

প্রকাশিত: ১০:১৩, ১৪ জানুয়ারি ২০২০
আপডেট: ১০:১৬, ১৪ জানুয়ারি ২০২০

পাকিস্তানের মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগ প্রশংসনীয় : রুহানি

পাকিস্তানের মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগ প্রশংসনীয় : রুহানি

পাকিস্তানের মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রচেষ্টার প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তেহরানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। খবর ‘মিডল ইস্ট মনিটর’ 

রবিবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত ওই বৈঠকে ইরানের প্রেসিডেন্ট বলেন, মুসলিম দেশগুলো একে অপরের সঙ্গে দ্বন্দ্ব ও মতবিরোধে জড়াচ্ছে। এতে সামগ্রিকভাবে মুসলিমদেরই ক্ষতি হচ্ছে। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার পেছনে এটা অন্যতম কারণ। এরপর তিনি জানান, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তান বেশ তৎপর। তারা ইতোমধ্যে বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে। আলোচনা করেছে ইরান ও সৌদি আরবসহ কয়েকটি দেশের সঙ্গে। ইরান পাকিস্তানের এই প্রচেষ্টাকে স্বাগত জানায়। এ সময় ইরানের প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে বিরাজমান উত্তপ্ত পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, এই মুহূর্তে সবার উচিত উত্তেজনা প্রশমন করে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করা। এছাড়া তেহরান ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক আরও জোরালো করতে আগ্রহী বলেও জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

অল বাংলানিউজ ২৪

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

পাঠকপ্রিয়

    Add