AllBanglaNews24

করোনা প্রাণ গেল যমজ নার্স দুই বোনের

প্রকাশিত: ১৭:৪৮, ২৫ এপ্রিল ২০২০
করোনা প্রাণ গেল যমজ নার্স দুই বোনের

ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটেনে দুই যমজ বোনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সাউদাম্পটন জেনারেল হাসপাতালে মারা যান ৩৭ বছর কেটি ডেভিস। পেশায় তিনি ছিলেন নার্স। তার যমজ বোন এমাও ছিলেন একজন অবসরপ্রাপ্ত নার্স।

তিনি স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে একই হাসপাতালে প্রাণ হারিয়েছেন। গণমাধ্যমকে এই তথ্য দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও তাদের বোন জো ডেভিস।

জো ডেভিস বলেন, তারা সবসময় বলতো তারা একসঙ্গে পৃথিবীতে এসেছে, একসঙ্গে পৃথিবী থেকে বিদায় নিতে চায়। তাদের দুজনের সম্পর্ক ছিল অসাধারণ। তারা একসঙ্গে বসবাস করতো। কিন্তু কিছুদিন ধরে তাদের শারীরিক অবস্থা ভালো যাচ্ছিল না। অবশেষে সম্প্রতি তারা করোনায় পজিটিভ হওয়ার পর এই হাসপাতালে ভর্তি করানো হয়।

ব্রিটেনে করোনায় এখন পর্যন্ত অন্তত ৫০ জন নার্স মারা গেছেন। দেশে এখন পর্যন্ত করোনায় ১০২ জন স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন।

সূত্র: বিবিসি।

 

অল বাংলানিউজ ২৪

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link
নামাজের সময়সূচি :: Salah Time in Bangladesh
ফজর ৩:৪৪ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ৪:৩৯ বিকেল
মাগরিব ৬:৫১ সন্ধ্যা
ইশা ৮:১৮ রাত

ঢাকা, সোমবার ২১ জুন ২০২১

সর্বশেষ

পাঠকপ্রিয়