AllBanglaNews24

প্রকাশিত: ১৯:৫৬, ২২ মে ২০২০

পাকিস্তানে ৯৮ যাত্রী ও ক্রু নিয়ে একটি বিমান বিধ্বস্ত

পাকিস্তানে ৯৮ যাত্রী ও ক্রু নিয়ে একটি বিমান বিধ্বস্ত

ছবিঃ সংগৃহীত


পাকিস্তানে ৯৮ জন যাত্রী ও ক্রু নিয়ে দেশটির আন্তর্জাতিক এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ-৩২০ এয়ারবাস মডেলের বিমানটি লাহোর থেকে করাচি যাচ্ছিল।

শুক্রবার করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবতরনের কিছু আগে মডেল কলোনি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এতে ৯০ জন যাত্রী ও ৮ জন ক্রু ছিলো বলে পাকিস্তানের বিমান চলাচলকারী কর্মকর্তারা জানান।

পাকিস্তানের বিমান চলাচলকারী সংস্থার মুখপাত্র আব্দুল্লাহ হাফিজ জানান, বিমানটি উদ্ধারের সব ধরণের চেষ্টা অব্যাহত রয়েছে। আপাতত এর থেকে বেশি কোন তথ্য নেই আমাদের কাছে।

বিসিসি জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানটি বিধ্বস্ত হওয়া ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে জরুরি পরিষেবাগুলি পৌঁছেছে।

পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সে’র মুখপাত্র আবদুল সাত্তার পিকে-৮৩০৩ নম্বর ফ্লাইটটি বিধ্বস্ত হওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটলো তা তৎক্ষণাৎ জানা যায়নি।

সূত্র: ডন নিউজ

অল বাংলানিউজ ২৪

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

পাঠকপ্রিয়

    Add