AllBanglaNews24

প্রকাশিত: ১৩:২৭, ২৯ জানুয়ারি ২০২৩

নারীর শরীরে যেখানে তিল থাকা অশুভ

নারীর শরীরে যেখানে তিল থাকা অশুভ

নারীর শরীরে যেখানে তিল থাকা অশুভ

অনেক নারী কিংবা পুরুষের শরীরে তিল এবং আঁচিল রয়েছে। বলা হয়ে থাকে এগুলো জীবনে নানা বিষয় ইঙ্গিত বহন করে। তিল কালো, গোলাপি বা লাল রঙের হতে পারে। তিলের আকৃতি ছোট-বড় বিভিন্ন রকমের হয়ে থাকে। 

শরীরে আঁচিল বা তিল জন্মগত হতে পারে বা কিছু দিনের জন্য স্পষ্ট হয়ে আবার মিলিয়ে যেতে পারে। বর্তমানে অনেক নারীরা তাদের সৌন্দর্য্য বৃদ্ধির জন্য কৃত্তিম তিলও ব্যবহার করে থাকেন। 

নারীদের কোথায় তিল বা আঁচিল থাকা শুভ ও অশুভ:

১. ডান ভ্রুতে তিল থাকলে দাম্পত্য জীবন ভালো হয়। আর নারীদের বাঁ ভ্রুতে তিল থাকলে দাম্পত্য কলহ বাঁধে।

২. নারীদের মাথার মাঝখানে তিল থাকা ভালোবাসার প্রতীক এবং মাথার ডান দিকের তিল ধন ও বুদ্ধির চিহ্ন।

৩. যে নারীর চোখের মণিতে তিল থাকে তারা ভাবুক হন এবং সৃষ্টিশীল হন। 

৪. স্ত্রী বা পুরুষের মুখমণ্ডলের আশপাশে তিল থাকলে তারা সুখী ও ভদ্র হন।

৫. যাদের ঠোঁটের উপরের দিকে তিল রয়েছে তাদের হৃদয় ভালোবাসায় ভরপুর। সেই সঙ্গে শরীরিক ইচ্ছাও প্রবল হয়।

৬. কোনো নারীর দক্ষিণ বক্ষস্থলে তিল থাকলে তিনি কলঙ্কিনী হন।

৭. নারীর বাঁ কাঁধে তিল থাকলে তিনি হতভাগিনী হন।

৮. নারীর মধ্য উদরে তিল থাকা অশুভ। এর ফলে নেশার প্রতি আসক্তি এবং বিভিন্ন অশুভ কর্মের প্রতি আসক্তির বাড়তে পারে।

৯. নাকে তিল থাকলে ব্যক্তি প্রতিভাবান হন এবং সুখী হন। যে নারীর নাকে তিল রয়েছে তারা সৌভাগ্যবতী হন।

১০. তিল ঠোঁটের নীচে থাকলে সে ব্যক্তির জীবনে দারিদ্র্য থাকে। গালে লাল তিল থাকা শুভ।

১১. বক্ষস্থলে কালো তিল থাকলে তার অপঘাতে মৃত্যুর আশঙ্কা রয়েছে।

১২. নারীর বাম পৃষ্ঠে কালো তিল থাকলে তিনি মন্দ স্বভাবের হন।

১৩. নিম্ন বাম পৃষ্ঠে তিল থাকলে সেই নারী কুলক্ষণা হন।

১৪. নারীর বাম উদরে কালো তিল তার পরিবারে দারিদ্র ডেকে আনতে পারে।

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

পাঠকপ্রিয়

    Add