AllBanglaNews24

প্রকাশিত: ১৬:০৩, ১৩ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৮:৫৯, ১৩ ফেব্রুয়ারি ২০২২

যেসব উপহার দিলে প্রিয়জন সবচেয়ে বেশি খুশি হন

যেসব উপহার দিলে প্রিয়জন সবচেয়ে বেশি খুশি হন

সংগৃহীত

আগামীকাল ১৪ ফেব্রুয়ারি। কাল বিশ্ব ভালোবাসা দিবস। দিনটিকে ঘিরে যুগলদের মধ্যে উৎসাহের শেষ নেই। শুধু তাই নয়, দিনটি কীভাবে উদযাপন করবেন তা নিয়ে নানারকম পরিকল্পনাও করেছেন প্রেমিক-প্রেমিকরা। ইতোমধ্যে সঙ্গীর জন্য সারপ্রাইজ প্ল্যানও করে ফেলেছেন অনেকেই।  

কারণ সবাই চান এই বিশেষ দিনে প্রিয় মানুষকে খুশি রাখতে। এ জন্যই এতো আয়োজন। এই দিনে বড় ও দামি উপহারও দিতে প্রস্তুত থাকেন অনেকেই। কিন্তু জানেন কি, সামান্য উপহারেও দিনটিতে কাছের মানুষকে খুশি রাখা যায়। চলুন তবে জেনে নেয়া যাক যেসব উপহার দিলে প্রিয়জনের কাছে তা সারা জীবন স্পেশাল ও স্মরণীয় হয়ে থাকবে- 

চকলেট

এটি অনেকেরই প্রিয় খাবার। তাই এই দিনে ভালোবাসা আরও মিষ্টি করতে উপহার হিসেবে দিতে পারেন চকলেট।

গিফট বক্স

ভালোবাসা দিবসে প্রিয়জনকে উপহার হিসেবে দেয়া যেতে পারে গিফট বক্স। খেয়াল রাখবেন, আকর্ষণীয় মোড়কে এতে যেন থাকে প্রিয়জনের প্রিয় কিছু।

হাতের তৈরি কিছু

বিশেষ দিনে বিশেষ কিছু হিসেবে প্রিয়জনকে হাতের তৈরি নানা জিনিস দেয়া যায়। সেটি হতে পারে নানা রঙের ও ঢঙের কার্ড, কারুকাজ করা রুমাল, নকশিকাঁথা, ওয়ালমেট।

লাল গোলাপ

এটি ভালোবাসার প্রতীক। এতে অসীম ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয়জনকে খুশি রাখতে তাই দিতে পারেন একগুচ্ছ লাল গোলাপ। কাউকে প্রপোজ করতেও এর জুড়ি মেলাভার।

ফটোফ্রেম

কথায় আছে- সিম্পল ইজ দ্য বেস্ট। যতগুলো উপহার আছে, তন্মধ্যে এটি সাধারণ মনে হতে পারে। তবে উপহার হিসেবে এর কদর রয়েছে। বিশেষ দিনটিতে প্রিয়জনকে এটি দিতে পারেন। যাতে ভালো লাগার কিছু মুহূর্তের ছবি ফ্রেমবন্দি করে রাখা যায়।

চিঠি

সাধারণত এখন আর কেউ চিঠি লিখে না। তবে ভালোবাসা প্রকাশে এখনো এর ভূমিকা মেসেজ, ফোন কল ও মেইলের চেয়ে গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে মনের নানা অব্যক্ত কথা সহজেই প্রকাশ করা যায়। ফলে বিশেষ দিনটিতে আপনারা প্রিয়জনকে চিঠিও লিখতে পারেন।

বই

উপহার হিসেবে বইয়ের চেয়ে উত্তম আর কিছুই নেই। ভালোবাসা দিবসে প্রিয়জনকে খুশি রাখতে তাই দিতে পারেন রোমান্টিক ঘরানার কবিতা, গল্প বা উপন্যাসের বই। চাইলে প্রথম পাতায় কিছু লিখেও দিতে পারেন।

লক্ষ্য রাখবেন, উপহার যাই হোক, তা যেন উপস্থাপন করা হয় আকর্ষণীয় ঢঙে। কারণ এর মাধ্যমেই দিনটি স্মরণীয় হয়ে থাকবে।

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

পাঠকপ্রিয়

    Add