AllBanglaNews24

প্রকাশিত: ১৩:৪৮, ১০ নভেম্বর ২০২০

যেভাবে রান্নাঘর থেকে তেলাপোকা দূর করবেন

যেভাবে রান্নাঘর থেকে তেলাপোকা দূর করবেন

ছবি: সংগৃহীত

তেলাপোকার যন্ত্রণায় অনেকেই অতিষ্ট। অনেক চেষ্টা করেও দূর করতে পারছেন না। এবার জেনে নিন এক মিনিটের মধ্যে রান্নাঘর থেকে যেভাবে তেলাপোকা দূর করবেন।

রান্নাঘর এমন একটি জায়গা যেখানে খাবার, খাবারের টুকরো তেল মসলা পড়ে থাকে ফলে নোংরা হয়।

তৈলাক্ত রূপে খাবার দাবার পড়ে থাকলে বা অযথা নোংরা হলে তেলাপোকা হবে।

প্রতিদিন মাত্র এক মিনিট রান্না ঘরের আনাচে কানাচে পরিষ্কার করতে সময় নিলেই আরশোলা আর থাকবেনা ধারে কাছে। তবে তা কী করে? সামান্য একটু গুঁড়ো সাবান একটু পানি ও ন্যাকড়া দিয়ে মুথে দিলেই জায়গাটা পরিষ্কার থাকবে ফলে আসবে না তেলাপোকা।

অযথা খাবার দাবার বা খাবার দাবারের অংশ বিশেষ যে না পড়ে থাকে রান্নাঘরে সেই দিকে খেয়াল রাখতে হবে। তবে বসবে না তেলাপোকা।

নিয়মিত রান্নাঘর পরিষ্কার করলেই ধারে কাছে আর আরশোলা আসবেনা। এইভাবেই প্রতিদিন একটু সময় দিলেই চিরতরে তেলাপোকা থেকে মুক্তি পাওয়া যায়।

অল বাংলানিউজ ২৪

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

Add