AllBanglaNews24

প্রকাশিত: ১৭:২১, ২৬ এপ্রিল ২০২১

লকডাউন বাড়লো আরও এক সপ্তাহ

লকডাউন বাড়লো আরও এক সপ্তাহ

ছবি : সংগৃহীত

করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় চলমান সর্বাত্মক লকডাউন বা ‘বিধি-নিষেধ’ আরো এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৫ মে পর্যন্ত এই ‘বিধি-নিষেধ’ বহাল থাকবে।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।  সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ৭ দিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে। সেই মেয়াদ শেষ হয় ২১ এপ্রিল মধ্যরাতে। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। আজ চলমান লকডাউনের মেয়াদ আরো ১ সপ্তাহ বাড়ানো হলো।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, আগামীকাল মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

তিনি বলেন, আগামী ৫ মে মধ্যরাত পর্যন্ত বর্তমান অবস্থায় চলবে। দোকানপাট খোলা থাকবে। ব্যক্তিগত গাড়ি-ঘোড়া চলাচল করবে। কিন্তু গণপরিবহন ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে।

 

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

পাঠকপ্রিয়

    Add