AllBanglaNews24

প্রকাশিত: ১৬:৪২, ৪ সেপ্টেম্বর ২০২১

ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক সোহেল রানা ভারত-নেপাল সীমান্তে আটক

ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক সোহেল রানা ভারত-নেপাল সীমান্তে আটক

ছবি: সংগৃহীত

গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে ভারত-নেপাল সীমান্ত থেকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

শনিবার দুপুরে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা রাইজিংবিডিকে বলেন, ‘পুলিশ পরিদর্শককে আটকের কথা আমিও শুনেছি। তবে, তাকে এখনো বাংলাদেশের পুলিশের কাছে সোপর্দ করা হয়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

জানা গেছে, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভারতের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সীমান্ত থেকে সোহেল রানা নামের এক বাংলাদেশিকে আটক করে বিএসএফ। এ সময় তার কাছ থেকে পাসপোর্ট, একাধিক মোবাইল ফোন এবং এটিএম কার্ড জব্দ করা হয়। শনিবার কালিগঞ্জ থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হতে পারে।’

সোহেল রানা গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ই-অরেঞ্জের গ্রাহকরা পণ‌্য সরবরাহ বা টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ করার পর থেকে সোহেল রানা আত্মগোপনে ছিলেন। পরে তিনি দেশ ছেড়ে পালান। 

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

পাঠকপ্রিয়

    Add