AllBanglaNews24

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৪, ১৮ এপ্রিল ২০২৩

২০ এপ্রিল থেকে পদ্মাসেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের সিদ্ধান্ত

২০ এপ্রিল থেকে পদ্মাসেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের সিদ্ধান্ত

সংগৃহীত

ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে পরীক্ষামূলকভাবে আগামী ২০ এপ্রিল থেকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৮ এপ্রিল) একনেকের সভা শেষে এ কথা জানান তিনি। সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পরীক্ষামূলকভাবে মোটরসাইকেল চলবে।

তিনি আরও বলেন, পরীক্ষামূলকভাবে আগামী ২০ এপ্রিল সকাল ৬ টা থেকে পদ্মা সেতুতে চলবে মোটর সাইকেল। তবে মূল সেতু নয়, চলবে বাম পাশের সার্ভিস লেন দিয়ে। এ সময় গতি থাকবে সর্বোচ্চ ৬০ কিলোমিটার। নিয়ম ভাঙলে জরিমানা করা হবে এবং প্রয়োজনে আবারও বন্ধ করে দেওয়া হবে এ সুবিধা।

গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন সেতুতে যান চলাচল শুরু হয়। প্রথম দিনে অন্তত ৪৫ হাজার যানবাহন পারাপার হয়। এর মধ্যে মোটরসাইকেল ছিল ২৭ হাজার। 

ওই দিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। এরপর সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ।

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

পাঠকপ্রিয়

    Add