AllBanglaNews24

প্রকাশিত: ১৫:১৮, ২৮ এপ্রিল ২০২০

দেশে নতুন ৫৪৯ করোনা রোগী শনাক্ত, আরো ৩ মৃত্যু

দেশে নতুন ৫৪৯ করোনা রোগী শনাক্ত, আরো ৩ মৃত্যু

ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৫৫ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৫৪৯ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ৬৪৬২ জন করোনা রোগী শনাক্ত হলো।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ২৫টি প্রতিষ্ঠানে ৪ হাজার ৩৩২টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৪ হাজার ৭৩৩টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরো ৫৪৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৬২ জনে।

আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরো ৩ জন, এদের মধ্যে সবাই পুরুষ। তারা সবাই ষাটোর্ধ্ব এবং ঢাকার বাসিন্দা। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৫৫ জনে।

গত ২৪ ঘণ্টায় আরো ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১৩৯ জন সুস্থ হলেন।

অল বাংলানিউজ ২৪

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

পাঠকপ্রিয়

    Add