AllBanglaNews24

প্রকাশিত: ১৫:৩৫, ২৯ এপ্রিল ২০২০

দেশে ২৪ ঘণ্টায় আরো ৮ মৃত্যু, রেকর্ড সংখ্যক আক্রান্ত

দেশে ২৪ ঘণ্টায় আরো ৮ মৃত্যু, রেকর্ড সংখ্যক আক্রান্ত

ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৬৩ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৬৪১ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা এখন পর্যন্ত একদিনের পরিসংখ্যানে রেকর্ড। এ নিয়ে সারাদেশে মোট ৭১০৩ জন করোনা রোগী শনাক্ত হলো।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ২৫টি প্রতিষ্ঠানে ৪ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো ৬৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১০৩ জনে।

আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬ পুরুষ ও দুই নারীসহ মোট মারা গেছেন ৮ জন। এদের মধ্যে চার জন ষাটোর্ধ্ব, ৫১-৬০ বছর বয়সের মধ্যে দুইজন এবং ৪১-৫০ বছর বয়সের মধ্যে দুইজন। এই ৮ জনের মধ্যে ছয় জন ঢাকার বাসিন্দা বাকিরা ঢাকার বাইরের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৬৩ জনে। এর মধ্যে ১৩৭ জনই ঢাকায় মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় আরো ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১৫০ জন সুস্থ হলেন।

অল বাংলানিউজ ২৪

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

পাঠকপ্রিয়

    Add