AllBanglaNews24

প্রকাশিত: ১৪:৫৩, ৪ মে ২০২০

দেশে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৬৮৮

দেশে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৬৮৮

ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৮২ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৬৮৮ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা এখন পর্যন্ত একদিনের আক্রান্তের পরিসংখ্যানে রেকর্ড। এ নিয়ে সারাদেশে মোট ১০ হাজার ১৪৩ জন করোনা রোগী শনাক্ত হলো।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ৩২টি প্রতিষ্ঠানে ৬ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো ৬৮৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ১৪৩ জনে।

আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ জন। এরা সবাই পুরুষ। এদের মধ্যে ষাটোর্ধ্ব ৩ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে একজন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে একজন। তিনজন ঢাকায়, একজন সিলেটে ও অন্যজন ময়মনসিংহে মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৮২ জনে।

গত ২৪ ঘণ্টায় আরো ১৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট এক হাজার ২০৯ জন সুস্থ হলেন।

অল বাংলানিউজ ২৪

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link
নামাজের সময়সূচি :: Salah Time in Bangladesh
ফজর ৪:৩২ ভোর
যোহর ১১:৫৬ দুপুর
আছর ৪:১৭ বিকেল
মাগরিব ৬:০৩ সন্ধ্যা
ইশা ৭:১৬ রাত

ঢাকা, বুধবার ২২ সেপ্টেম্বর ২০২১

সর্বশেষ