AllBanglaNews24

প্রকাশিত: ১৫:৫১, ৪ মে ২০২০

সাধারণ ছুটি বাড়ানো হলো ১৬ মে পর্যন্ত

সাধারণ ছুটি বাড়ানো হলো ১৬ মে পর্যন্ত

ফাইল ফটো

দেশে বিরাজমান করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ ছুটির মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রথম দফায় গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। দ্বিতীয় দফায় তা ১৪ এপ্রিল পর্যন্ত, তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত এবং চতুর্থ দফায় ৫ মে পর্যন্ত ছুটি বর্ধিত করা হয়েছিল।

তবে ছুটি বর্ধিত হলেও বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর (স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর) কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবাসহ আরো যেসব জরুরি সেবা রয়েছে, সেগুলো আগের মতোই খোলা থাকবে বলে জানা গেছে।

এদিকে, আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এক ভিডিও কনফারেন্সে ছুটি বাড়ানোর কথা বলেন। তবে ধীরে ধীরে দোকানপাট ও ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠানগুলো সীমিত আকারে খুলে দেওয়ার নির্দেশও দেন তিনি।

 

অল বাংলানিউজ ২৪

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

পাঠকপ্রিয়

    Add