AllBanglaNews24

প্রকাশিত: ১৪:০০, ১৪ মে ২০২০

আসন্ন ঈদে উন্মুক্ত স্থানে বড় জমায়েতে মানা

আসন্ন ঈদে উন্মুক্ত স্থানে বড় জমায়েতে মানা

ছবি- সংগৃহীত

আসন্ন ঈদ-উল-ফিতরের নামাজের ক্ষেত্রেও বর্তমানে বিদ্যমান বিধি-বিধান প্রযোজ্য হবে। উন্মুক্ত স্থানে বড় জমায়েত পরিহার করতে হবে।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের ছুটি সংক্রান্ত নির্দেশনা থেকে এ তথ্য জানা যায়।

মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব আব্দুল ওয়াদুদ চৌধুরী সাক্ষরিত অফিস আদেশটি জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

এই আদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার ঘোষিত সাধারণ ছুটি বাড়ানো ঘোষণা দেয়া হয়েছে।  আগামী ২৮ মে পর্যন্ত এ সাধারণ ছুটি বাড়ানো হয়েছে। এরপর দুদিন ২৯ ও ৩০ মে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় কার্যত ৩০ মে পর্যন্তই ছুটিতে থাকছে দেশ।

 

অল বাংলানিউজ ২৪

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

পাঠকপ্রিয়

    Add