AllBanglaNews24

প্রকাশিত: ১৫:১০, ১৯ সেপ্টেম্বর ২০২০

আল্লামা শাহ আহমদ শফীর জানাজা সম্পন্ন

আল্লামা শাহ আহমদ শফীর জানাজা সম্পন্ন

ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার জোহর নামাজের পর হাটহাজারী দারুল উলুম মাদরাসা মাঠে তার জানাজা হয়। এতে ইমামতি করেন তার বড় ছেলে মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ। 

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা তার লাখো ভক্ত-অনুসারীরা জানাজায় অংশ নেন। এ সময় প্রিয় মানুষটির শেষ বিদায়ে ভক্তদের আহাজারিতে ভারী হয়ে হয়ে উঠে হাটহাজারীর আকাশ-বাতাস।  
জানাজা শেষে আল্লামা শফীকে মাদরাসার পাশের মাকবারায়ে হাবিবিয়াতে দাফনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ। 

এর আগে সকাল সাড়ে ৯টায় অ্যাম্বুলেন্সযোগে আল্লামা শাহ আহমদ শফীর মরদেহ হাটহাজারী দারুল উলুম মাদরাসায় এসে পৌঁছে।

শুক্রবার সন্ধ্যায় পুরান ঢাকার গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আল্লামা শাহ আহমদ শফী।

বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার সন্ধ্যার আগে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় তাকে। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

অল বাংলানিউজ ২৪

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

Add