AllBanglaNews24

প্রকাশিত: ১৪:০৭, ৮ জানুয়ারি ২০২১
আপডেট: ১৪:০৮, ৮ জানুয়ারি ২০২১

আসছে সপ্তাহে তীব্র শৈত্যপ্রবাহের আভাস

আসছে সপ্তাহে তীব্র শৈত্যপ্রবাহের আভাস

শৈত্যপ্রবাহ

দেশের সব স্থানেই তাপমাত্রা বেড়েছে। পৌষ মাসেও শীতের প্রকোপ কম। তবে আসছে সপ্তাহের শেষ দিকে শৈত্যপ্রবাহের আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

শুক্রবার (৮ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

শাহীনুল জানান,আগামী ১২ তারিখের পর দেশের উত্তরাঞ্চল থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। এর আগ পর্যন্ত দেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে ১২ তারিখের একদিন আগে থেকেই তাপমাত্রা কমবে বলে আশঙ্কা করা হচ্ছে।

শাহীনুল আরও জানান, চলতি মাসে দুটি শৈত্যপ্রবাহ আসতে পারে। এর মধ্যে একটি খুব তীব্র আকার ধারণ করতে পারে এবং তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নামার আশঙ্কা রয়েছে। অন্যটি মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ।

আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। 

শেয়ার করুন

Advertising
allbanglanewspaper-link

সর্বশেষ

Add